Published : 13 May 2025, 10:39 AM
সাতক্ষীরার কালিগঞ্জে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বাড়ি থেকে সোমবার সকালে মোহাম্মদ আলী নামের ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে মৃত ব্যক্তির মেয়ের জামাই আনিছুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে ওই থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান।
মৃত ৭২ বছর বয়সী মোহাম্মদ আলী মৌতলা গ্রামের বাসিন্দা; বাবার নাম নিয়ামত আলী মোল্লা।
তিনি কালিগঞ্জে উপজেলার কুশলিয়া ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসর নেন।
মামলার বাদী আনিছুর রহমান উপজেলার মৌতলা গ্রামের ফজের আলীর ছেলে; বয়স ৩৭ বছর।
মামলায় তিনি উল্লেখ করেছেন, তার শ্বশুর শিক্ষক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে ‘মানসিক রোগে’ ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার সকাল ৮টার দিকে শ্বশুরকে বাড়িতে রেখে তাদের বাড়ির গৃহকর্মী বিলকিস খাতুন (২৩) তার ছেলেকে স্কুলে দিতে যান।
তিনি ফিরে গিয়ে শোয়ার ঘরের আড়ার সঙ্গে গলায় তোয়ালে পেঁচানো অবস্থায় শ্বশুরকে ঝুলতে দেখে স্থানীয়দের জানান। পরে লোকজনকে এসে তাকে নমিয়ে বারান্দায় রেখে গ্রাম্য চিকিৎসককে ডেকে আনেলে তিনি তার শ্বশুরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।