Published : 26 Jan 2024, 10:06 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাজারে ঢুকে পড়ে কয়েকজন মাছ ব্যবসায়ী ও ক্রেতাকে চাপা দেয়। এতে দুইজন ব্যবসায়ী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়কে উপজেলার ধর্মপুর বাজারে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলাম শাহ জানান।
নিহতরা হলেন- উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫) এবং একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ্র দাস (৩৫)। তারা ওই বাজারের মাছ ব্যবসায়ী ছিলেন।
গুরুতর আহত পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি প্রাইভেটকার গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজারে ঢুকে পড়ে কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী হরেন ও প্রতাপ মারা যান। আহত হন আরও পাঁচজন।
ঘটনার পরপর চালক ও যাত্রীরা পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি শামসুল আলাম।