Published : 28 Oct 2023, 12:16 PM
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথ ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি করেছে পুলিশ। কাউকে সন্দেহ হলেই নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।
শনিবার ভোর থেকে আমিনবাজার, বিরুলিয়া মিরপুর সড়ক, ধামরাইয়ের ইসলামপুর ও আশুলিয়া ব্রিজ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে দেখা যায় ভোর থেকে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছে ঢাকা জেলা পুলিশ।
এ সময় সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগপত্র, মালামাল পরীক্ষা করতে দেখা গেছে।
পুলিশের পক্ষ থেকে যাত্রীদের কাছে তাদের গন্তব্য, তারা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন এবং তাদের পেশা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। কথাবার্তায় সন্দেহ হলে যাত্রীদের কাছে থাকা পরিচয়পত্রও যাচাই করছে পুলিশ।
যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করলে তাদেরকেও তল্লাশি করছে পুলিশ।
তবে সবার পরিচয় নিশ্চিত করে গন্তব্যে যেতে দেওয়া হলেও সন্দেহভাজন অর্ধশতাধিক লোকজনকে আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের ভিতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, তাই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই লক্ষ্যেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
অপরদিকে সকাল থেকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-বাইপাইল সড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেককেই দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার হঠাৎ একটা বাসের দেখা মিললে সেটাতে উঠতে হুমড়ি খেয়ে পড়েন অনেকে।
নবীনগর বাসস্ট্যান্ডে কথা হয় পোশাক কারখানার কর্মকর্তা সুলাইমান হোসেনের সাথে। তিনি বলেন, ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য সকাল ৭টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু কোনো বাস নাই। হঠাৎ যা আসে তাতে উঠা মুশকিল। এত ঠেলাঠেলিতে অসুস্থ শরীর নিয়ে বাসে ওঠা সম্ভব নয়। তিনি আক্ষেপ করে বলেন, হরতালের সময়ও বাস চলাচল করেছে...।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই বললেই চলে। মহাসড়কে লাঠিসোটা হাতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঘোরাফেরা করতেও দেখা যাচ্ছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহিল কাফি বলেন, নাশকতা রোধে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, মিরপুর বিরুলিয়া ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে পুলিশ চেক পোস্ট রয়েছে। তবে যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে ও বিভিন্ন মামলার আসামি তাদেরকেই আটক করা হচ্ছে। এছাড়া কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ যানবাহনে তল্লাশি করছে।