Published : 25 Jan 2023, 02:58 PM
নেত্রকোণা শহরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করেছে র্যাব; এ সময় দুজনকে আটক করা হয়েছে।
শহরের রাজুর বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যার দিকে তল্লাশি চৌকি স্থাপন করে এসব চিনি জব্দ করা হয় বলে র্যাব-১৪ জানিয়েছে।
আটকরা হচ্ছেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পরীশাহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে মুনকির মিয়া (২৭) এবং নেত্রকোণা সদর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের গৌরাঙ্গর ছেলে গোবিন্দ (৩২)।
বুধবার র্যাব-১৪ এর গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আটকরা দীর্ঘদিন ধরে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রি করে আসছিলেন। তাদের কাছ থেকে মোট দুই হাজার ৪৮৫ কেজি চিনি জব্দ করা হয়েছে।
চিনি ভর্তি পিকআপটি জব্দ করা হয়েছে। মামলা দিয়ে আসামিদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।