Published : 10 Sep 2022, 09:49 AM
কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকার চীন মৈত্রী সেতুতে বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাক চালকের প্রাণ গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক আবুল কালাম মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ট্রাকটি কেরানীগঞ্জ থেকে রাজধানী ঢাকার দিকে ঢুকছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গেলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।
বাচ্চু মিয়া বলেন, নিহত কালাম (৩০) চট্টগ্রামের ফটিকছড়ির জাফর মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।