Published : 02 Feb 2024, 07:31 PM
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় টমটমের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী এক ব্যক্তি ও তার ছেলের প্রাণ গেছে।
কুলিয়ারচর থানার ওসি সারোয়ার জাহান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই উপজেলার নোয়াগাঁও গ্রামের আক্তার হোসেন (৩২) ও তার ছেলে আফছার (৬)।
ওসি বলেন, “ছেলেকে নিয়ে অটোরিকশায় করে কুলিয়ারচর বাজারে যাচ্ছিলেন আক্তার। পথে মালবোঝাই একটি টমটম অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাবা ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
“সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনা কবলিত যান দুটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।