Published : 19 Mar 2024, 01:36 PM
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত পেরিয়ে কয়লা কুড়াতে গিয়ে পাথরচাপায় দু’জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার লাকমা টেকেরঘাট সীমান্তে এ ঘটনা ঘটে বলে তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান।
নিহতরা হলেন- উত্তর বড়দল ইউনিয়নের লাকমা নয়াপাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (২৪) এবং রমজান আলীর ছেলে মুখলেস মিয়া (২৩)।
স্থানীয়দের বরাতে ওসি নাজিম বলেন, ওই গ্রামের দুই শ্রমিকসহ কয়েকজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লা কুড়াতে যান। এ সময় পাথরচাপা পড়েন দুই শ্রমিক।
“সঙ্গীরা তাদের উদ্ধার করতে না পেরে বাড়িতে এসে খবর দিলে রাত ৯টার দিকে দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে তাদের সুরতহাল তৈরি করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মির্জা রিয়াদ হাসান বলেন, ওই দু’জনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। কোনো কিছুর চাপায় তাদের মৃত্যু হতে পারে।
তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার বলেন, “নিহতরা শ্রমজীবী মানুষ। লুকিয়ে কয়লা কুড়াতে গিয়ে মারা গেছেন।”
এ বিষয়ে সুনামগঞ্জ বিজিবি- ২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহবুবুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।