Published : 21 Apr 2023, 04:12 PM
দেশের বড় ঈদগাহগুলোর অন্যতম দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দান এবার অষ্টমবারের মত ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে।
মাঠ সংস্কারসহ মিনার রং করা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। নামাজের জন্য কাতার মার্কিং, ওজুখানা স্থাপন করা হয়েছে। মাঠজুড়ে লাগানো হয়েছে শতাধিক মাইক।
এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এরই মধ্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দুই দফায় মাঠ পরিদর্শন করেছেন এবং সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠানের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন।
দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে স্বাধীনতার আগ থেকে ঈদের জামাত হয়ে এলেও ২০১৬ সালে এখানে নতুন পরিসরে জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ২৩ একর এলাকাজুড়ে ময়দান সম্প্রসারণের পাশাপাশি বিশাল মিনার স্থাপন করা হয়।
৫১৭ ফুট দৈর্ঘে্যর এই ঈদগাঁহের মিনারে আছে ৫২টি গম্বুজ। মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট। বলা হয়ে থাকে, এখানে পাঁচ লাখ মানুষ চাইলে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, মুসল্লিদের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি আছে। মাঠজুড়ে সিসি ক্যামেরার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সক্রিয় থাকবে।