Published : 08 Jan 2024, 08:45 PM
একটি গোডাউন ও মুদি দোকানের মালামাল পুড়িয়ে রাজশাহী নগরের আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কেটের দুই তলায় লাগা এ আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে বলে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াহেদুল ইসলাম জানান।
তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ওয়াহেদুল বলেন, “মার্কেটের এক নম্বর গদি নামের একটি পাইকারি মুদি দোকানে হঠাৎ আগুন দেখতে পান পাশের দোকানদাররা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দশটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনে মুদি দোকানের মালামাল, একটি গোডাউন এবং পাশের কর্মীদের থাকার একটি রুমের লেপতোষক পুড়ে গেছে বলে জানান তিনি।
এক নম্বর গদির দোকান মালিক মোশারফ হোসেন বলেন, আগুনে তার কিছু মালামাল পুড়ে গেছে। কিন্তু কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তিনি এখনই বলতে পারছেন না।
আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসও।