Published : 07 Jul 2023, 07:36 PM
পদ্মা সেতু হয়ে যাওয়া রেললাইনে মাধ্যমে শিবচরের দুটি রেল স্টেশন মোংলা ও পায়রা বন্দরসহ ভবিষ্যতে ভারতের সঙ্গে যুক্ত হবে, বলেছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে ‘দাদা ভাই সেতুর’ উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতুর কারণে শিবচরে মানুষ দুই রেল স্টেশন পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখান থেকেই এক সময় এই রেল লাইনটি মোংলা বন্দর, পায়রা বন্দরসহ ভারতের সাথে সংযোগ হবে। তাই এখানকার মানুষ এক সময় শিবচর স্টেশন ও পদ্মা স্টেশন ব্যবহার করে খুব সহজেই রেলপথের সুবিধা ভোগ করতে পারবে।
“আমরা রাস্তা পাব, সেতু পাব স্বপ্ন দেখেছি, কিন্তু অবেহেলিত শিবচরে রেললাইন পাব তা কোনো দিন স্বপ্নেও ভাবিনি। পদ্মা সেতুর কারণে আজ না চাইতেই প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের জন্য রেলসংযোগ করে দিয়েছেন।”
বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই পদ্মা সেতু হতো মন্তব্য করে চিফ হুইপ বলেন, “বিগত দিনে বিভিন্ন সরকার ক্ষমতায় আসায় পদ্মা সেতু করতে দেয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মোশারফ আলী খানের সভাপতিত্বে সভায় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান উপস্থিত ছিলেন।