Published : 08 Oct 2023, 05:34 PM
ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় চাঁদপুর শহরের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেলের নেতৃত্বে অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
নূর হোসেন রুবেল জানান, রোববার চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার দায়ে ওই ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু টেস্ট এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা।
সিবিসি পরীক্ষার ফি ৪০০ টাকা কিন্তু নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ রোগীদের কাছ থেকে এসব টেস্টের জন্য ৭০০ থেকে ১২০০ টাকা করে আদায় করছেন।
এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: