Published : 22 Jan 2024, 06:18 PM
বরিশালের উজিরপুর উপজেলায় ‘কুপির আগুনে’ ঘর পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যানন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান।
নিহত চাঁন বরু ওরফে সরবানু (৮৫) ওই গ্রামের মৃত কালু হাওলাদারের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, স্বামীর ভিটা ছাড়তে চান না বলে সরবানু ওই বাড়িতে একা বসবাস করতেন। কিছু দূরে তার ছেলে আরেকটি বাড়িতে বসবাস করেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে ঘরে চৌকির পাশে কুপি জ্বালিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর হঠাৎ বাতাসে কুপির আগুন চৌকির একটি পায়ায় ধরে যায়।
পরিদর্শক আরও বলেন, এরপরই মশারি ও বিছানায় ছড়িয়ে পড়ে আগুন। সরবানু গায়ে আগুন ধরলে তার চিৎকারে ছেলে ও নাতিরা এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে সোমবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।