Published : 07 Dec 2022, 07:27 PM
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সদস্যকে মারধরের মামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ বালা মিয়ার বাবা মজিবুর রহমান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলাটি করেন বলে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান।
রাতেই পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছিদ্দিক মাতুব্বরকে (৫০) উপজেলার ময়েনদিয়া বাজার থেকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা ডহরনগর তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির হোসেন। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ছিদ্দিক মাতুব্বর পরমেশ্বরদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের ছোট ভাই।
মামলার অভিযোগে বলা হয়, রোববার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রেশনের কার্ড ও রিলিফের চাল বিতরণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে চেয়ারম্যান ও সদস্যদের বাইরে ছিদ্দিক মাতুব্বরও উপস্থিত ছিলেন।
তিনি সভায় রেশনের প্রতিটি কার্ডের জন্য দুই হাজার টাকা এবং রিলিফের চাল ৩০ কেজির জায়গায় ২৭ কেজি করে দেওয়ার প্রস্তাব করেন। ইউপি সদস্য সৈয়দ বালা তার প্রস্তাবের বিরোধিতা করেন।
পরে ছিদ্দিক মাতুব্বরের ছেলে ইউপি সদস্য সৈয়দ বালাকে মোবাইল ফোনে ডেকে নেন এবং হাতুরিসহ বিভিন্ন জিনিস দিয়ে মারধর করে আহত করেন। তখন স্থানীয়রা সৈয়দ বালাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।