Published : 11 Jun 2023, 10:40 AM
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাতিজার লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।
নিহত মাহফুজুর রহমান ইরেন (৬৫) ওই গ্রামের মৃত মেহের বক্সের ছেলে। তার ভাই মাহমুদুর হাসান ওয়াহিদের ছেলে মামুন (৩৫)।
স্থানীয়দের বরাতে ওসি মজিবুর জানান, পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মামুনের সঙ্গে তার চাচা ইরেনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মামুন ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে।
গুরুতর আহত ইরেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘটনার পর থেকে মামুন পলাতক আছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।