Published : 06 Oct 2023, 01:12 PM
‘র্যাগিংয়ে’ জড়িত থাকার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- ২০২১-২২ সেশনের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ও জহিরুল ইসলাম।
আদেশে বলা হয়েছে, ঘটনা তদন্তে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লায়লা আশরাফুনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহযোগী অধ্যাপক সৈয়দ মো. ওমর ফারুক ও আহসান হাবীব।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক বলেন, ৩১ অগাস্ট বিভাগের ২০২২-২৩ সেশনের ওরিয়েন্টেশন শেষে এক নবীন শিক্ষার্থীকে ‘র্যাগ দেওয়ার’ অভিযোগ ওঠে ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0svGpRSTka2YAmAX8XGj15pv9qfAqkWy3SoyzsPfybFxM81v4RseTxuqUM6ibMzj6l