Published : 17 Nov 2022, 10:08 AM
ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি গায়ে পড়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বুধবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে তাজহাট থানার ওসি নাজমুল কাদির জানান।
আহত সানভির ও তারিফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ক্যাম্পাসের সামনে দ্রুতগতির যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ এবং আটকদের শাস্তির দাবিতে বিক্ষোভও করে তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি নাজমুল বলেন, নগরীর লালবাগ এলাকা থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করার সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় খুঁটিটি ভেঙে পাশ দিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর গায়ে উপর গিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ট্রাকের চালক এনামুল এবং তার সহকারী আলামিন পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাননি তারা। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমরা প্রক্টোরিয়াল বডি পুলিশের সঙ্গে কথা বলছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।”