Published : 10 Dec 2022, 10:31 PM
ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে আসার পথে গাজীপুরের ১৩ জন গ্রেপ্তার হয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন, কালিয়াকৈরের মৌচাক স্টেশন ও হাইটেক পার্ক রেলস্টেশনে শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম সাংবাদিকদের জানান, সকালে ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার জন্য জয়দেবপুর জংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন গাজীপুর জজ কোর্টের আইনজীবী মো. শরীফ মিয়া (৪৪), কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকার বাসিন্দা মো. মোশাররফ হোসেন (৪২) ও একই এলাকার মাকসুদুর রহমান (৪০)। পুলিশ তাদের আটক করে আগের নাশকতার মামলার আসামি দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
গাজীপুর সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, “ওই তিনজনই বিএনপির কর্মী এবং তারা নাশকতার মামলার আসামি। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে বিশেষ অভিযানের সময় তারা গ্রেপ্তার হয়েছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী বলেন, সকালে হাইটেক পার্ক রেলওয়ে স্টেশন, মৌচাক স্টেশন ও জয়দেবপুর স্টেশনসহ আশেপাশে অভিযান চালিয়ে কালিয়াকৈর পৌরসভার এক কাউন্সিলরসহ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কালিয়াকৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস কদ্দুস খান (৪৫), মান্নান হোসেন (২৯), আতাউর রহমান (৪৫), শাহজাহান ভূঁইয়া মিরাজ (৫১), টুটুল আহম্মেদ (৩৮), আফজাল হোসেন (৫৭), ফিরোজ কবির (৩৯), আবু তাহের (৪১), লতিফ হায়দার (৪৬), মনছুর (৩৮)।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।