Published : 09 Jun 2023, 09:50 PM
সংস্কারের পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের একটি কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সরাইল উপজেলার কুট্টাপাড়ায় অবস্থিত ২৪ নম্বর এই কূপ থেকে শুক্রবার সকাল ১১টার পর গ্যাস সরবরাহ শুরু হয়; যা থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড–বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. শোয়েব সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির (বিজিএফসিএল) আওতাধীন কূপটি ওয়ার্কওভার (সংস্কার) করে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স ৷ ৪৫ দিনে এ সংস্কার কাজ শেষ হয়।
২০১৬-১৭ অর্থবছরে চীনের সিনো প্যাক কোম্পানি কূপটি খনন করেছিল বলে তিনি জানান।
এদিকে, শুক্রবার বিকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ভেরিভাইড ফেইসবুক পেইজে লেখেন, “সবার জন্য স্বস্তি ও আনন্দের খবর। বাংলাদেশে গ্যাস ফিল্ডের অধিনে তিতাস-২৪ নং কূপ থেকে আজ হতে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।
“বাপেক্সসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবিরাম প্রচেষ্টায় বাংলাদেশ নিজস্ব জ্বালানি সক্ষমতায় আরেক ধাপ এগিয়ে গেল।”