Published : 17 Jan 2024, 06:20 PM
বগুড়ার ধুনটে কালোবাজারে পাচারকালে ৪০ বস্তা সরকারি চাল উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ভাণ্ডারবাড়ী গ্রামের যমুনা নদীর তীর থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয় বলে ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা নৌকায় করে পালিয়ে যায়।
এসআই বলেন, সরকারি চালগুলো নদীপথে যমুনা নদীর পাড়ে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেওয়া হলে পরে চালগুলো উদ্ধার করা হয়।
প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৪০ বস্তা চাল রয়েছে।
উদ্ধার চালের বস্তাগুলো থানায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, বস্তায় লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এ সব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিসহ ভিজিডি ও ভিজিএফের সুবিধাভোগিদের বিতরণ করা হয়।