Published : 21 Jan 2024, 06:24 PM
শ্রেণিকক্ষে ফাটল দেখার পর আতঙ্কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি বিদ্যালয় পুরোপুরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রোববার সকালে উপজেলার এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে প্রধান শিক্ষিকা সুপর্ণা ভৌমিক জানিয়েছেন।
তিনি বলেন, “তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা সকালে ক্লাসরুমে ঢোকার পর দেয়ালে ফাটল দেখতে পায়। পরে তারা শিক্ষকদের জানালে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ওই কক্ষের চেয়ার-টেবিলও সরিয়ে ফেলা হয়েছে।”
সুপর্ণা জানিয়েছেন, বছর দুই আগে স্কুল ভবনের ছাদ দিয়ে পানি পড়ত। পরে ঢালাই দেওয়া হলে শিক্ষা কার্যক্রম আবার চালু হয় এ ভবনে। ক্লাসরুমে ফাটলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
কালিহাতী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম জানান, এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফাটলের বিষয়টি তাকে জানানো হয়েছে। ইঞ্জিনিয়ারকে দেখিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আর কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহদাত হুসেইন বলেন, “প্রতিবছরই স্কুল মেরামতের জন্য ফান্ড দেওয়া হয়। ফাটলের কথা তারা আমাদের আগে জানায় নাই। জানালে অবশ্যই মেরামতের সিদ্ধান্ত নিতাম।”
ফাটল মেরামতের পরেই ক্লাশ শুরু হবে বলে জানান তিনি।