Published : 03 Jan 2024, 12:22 PM
মানিকগঞ্জের শিবালয়ে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে গরু ব্যবসায়ীর ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানান শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার।
অভিযোগকারী ব্যবসায়ী অশোক আলী জানান, গরু বিক্রির নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গত সোমবার সন্ধ্যার পর অটোরিকশায় পাটুরিয়া সড়ক ধরে ইছাইল গ্রামে যাচ্ছিলেন তিনি।
পথে মোটরসাইকেলে আসা তিন যুবক অটোরিকশার গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে তার কাছে থাকা টাকা লুটে নেয়। তখন চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিবালায়ের দরিকয়ড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে গরু ব্যবসায়ী অশোক আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ সরকার বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।”