Published : 05 Apr 2023, 12:01 AM
নেত্রকোণা সদরে কভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার রাত ১০টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের ঝাউশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
নিহতদের একজন হলেন বিজিবির ল্যান্স নায়েক সুমন চৌহান। তিনি ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোণার বারহাট্টা উপজেলায়। আরেকজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নেত্রকোণাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ময়মনসিংহগামী কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিজিবি সদস্য। গুরুতর আহত আরও দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে ওসি খন্দকার শাকের আহমেদ জানান।