Published : 10 Jan 2023, 09:15 PM
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে শহরের কলাতলীর একটি অভিজাত হোটেলের হলরুমে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের নেতারা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
সংগঠনের সভাপতি আনোয়ার কামাল বলেন, “নাব্যতা সংকটের অজুহাত দেখিয়ে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। প্রতিবছর পর্যটন মৌসুমে যত পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন তার অধিকাংশ সেন্ট মার্টিন ভ্রমণ করেন।
“তারা এখন নৈসর্গিক সৌন্দর্য প্রবাল দ্বীপ ভ্রমণ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছেন এবং অনেক নিয়োগকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
তাই দ্রুত টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-পথে জাহাজ চলাচলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সভাপতি আনোয়ার।
এ সময় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কক্সবাজার জেলা সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খাঁন, কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ছৈয়দুল হক কোম্পানি, সেন্ট মার্টিন আবাসিক হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি আবদুর রহমান, সি-ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম আবু নোমান উপস্থিত ছিলেন।