Published : 28 Jul 2023, 08:32 PM
নরসিংদী জেলা ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের জমানো টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ করেছেন সংগঠনটির একটি অংশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের শাপলা চত্বরের হাসান টাওয়ারের নীচতলায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের চারবারের নির্বাচিত সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংগঠনের যাত্রা শুরু হয় ২০১০ সাল থেকে। এখানে প্রায় তিন হাজার সদস্য আছেন। শ্রমিকদের আবেদন ফি, নবায়ন ফি এবং শ্রমিকদের কল্যাণে এক শিল্পপতির দেওয়া টাকাসহ প্রায় দুই কোটি টাকা সংগঠনের রয়েছে।
“এ সব টাকা থেকে যে লভ্যাংশ আসে তা সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। কিন্তু বিগত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের লভ্যাংশের টাকা দেওয়া হয়নি। আমি সাধারণ সম্পাদকের কাছ থেকে এর হিসাব চাই।
জাহাঙ্গীর আলম আরও বলেন, “কিন্তু তারা আমাকে এর কোনো হিসাব না দিয়ে টাকা আত্মসাতের পাঁয়তারা শুরু করেন। আমি তাদের এ কাজে বাঁধা দিলে তারা দলবদ্ধভাবে ষড়যন্ত্র করে আমাকে সভাপতির পদ থেকে বরখাস্ত করে।”
এসব বিষয় নিয়ে বুধবার সংগঠনের কার্যকরী সভাপতি খোরশেদ আলম তাবিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা (৫০), কোষাধ্যক্ষ মো. সুলতান (৪৫), সাংগঠনিক সম্পাদক মো. মেজবাহ উদ্দিন (৪৫) ছাড়াও ১০ জনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান জাহাঙ্গীর আলম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা বলেন, “এসব কথা মোবাইলে বলা যাবে না, সরাসরি দেখা হলে কথা হবে।”