Published : 17 Dec 2023, 04:51 PM
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দ্বিতীয়বারের মত শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত এই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থিকে এই শোকজ করা হয়।
এতে মঙ্গলবার বেলা ১১টায় কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে ৪ ডিসেম্বর ব্যাখ্যা চায় একই কমিটি। এর পরিপ্রেক্ষিতে মায়া চৌধুরীর পক্ষের আইনজীবী লিখিত ব্যাখ্যা জমা দেন।
এবার তার বিরুদ্ধে কমিটির কাছে অভিযোগ দিয়েছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান।
কমিটির আদেশে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী বলেছেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে নৌকার প্রার্থীকে শোকজ করা সত্ত্বেও ১৪ ডিসেম্বর সকাল ১১টায় এটিইও লুলু জরুরি নোটিশের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নির্বাচনি আলোচনা করেন যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। কেননা ওই শিক্ষকরাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।
“ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজী আপনার উপস্থিতিতে শিক্ষক-শিক্ষিকাদের সরাসরি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান করেন।
“এ বিষয়ে তদন্ত সাপেক্ষে নির্বাচনি আচণবিধি লঙ্ঘনের দায়ে আপনার মনোনয়ন বাতিলসহ আপনার উক্তরূপ কাজের জন্য আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন”, বলা হয় চিঠিতে।