Published : 04 Oct 2022, 08:48 PM
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত শিশুরা হলো- নোয়াগাঁও গ্রামের মামুন মিয়ার ছেলে আলহাম (৪) ও খোকন মিয়ার মেয়ে নোহা আক্তার (৩)।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা বলেন, “পরিবারের লোকদের অগোচরে দুই শিশু বাড়ির সামনের ডোবায় খেলতে নামে। সাঁতার না জানায় তারা দুজনই ডুবে মারা যায়। পরে দুপুরে তাদের লাশ উদ্ধার করে স্বজনরা।”
ধর্মপাশা থানার ওসি মিজানুর বলেন, দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।