Published : 20 Oct 2022, 12:25 AM
শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ-পুলিশের ওপর জেলেদের হামলার অভিযোগ পাওয়া গেছে। পরে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তাদের দুই সদস্য আহত হওয়ার দাবি নৌ-পুলিশের।
বুধবার ভোরে শরীয়তপুরে পদ্মা নদীর কাঁচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে নৌ-পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের এসপি মিনা মাহমুদা জানান।
এ সময় তিনটি ট্রলারসহ সাত জেলেকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, “বুধবার ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট থেকে শরিয়তপুরের কাঁচিকাটা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ শিকারীদের ধরতে অভিযান চলছিল। এক পর্যায়ে কাঁচিকাটা এলাকায় গেলে মৌসুমী জেলেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পোড়া মাটির চাতকি নিক্ষেপ করতে থাকে।”
ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হন দাবি করে তিনি বলেন, “জবাবে নৌ-পুলিশ ৮৩টি গুলি ছুড়ে। এতে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তিনটি ট্রলারসহ সাত জেলেকে আটক করে নৌ-পুলিশ।”
“অভিযানে পদ্মা নদী থেকে প্রায় ৩১ লাখ মিটার ইলিশ ধরা অবৈধ জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়।”
মিনা মাহমুদ আরও জানান, অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি শফিকুর ইসলাম। অভিযানে প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য অংশ নেয়।