Published : 21 Jan 2024, 05:52 PM
নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্যসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেরি মুসলিমপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা জানান।
আটকরা হচ্ছেন- উপজেলার কুতুবপুর গ্রামের মজিবুর রহমান (৩৭), জাকির মিয়া (৩৬), রবিউল আউয়াল (২৭), মিজানুর রহমান (২৫), কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন (৩২), রফিকুল ইসলাম (২৮), শরিফ মিয়া (৩৭), সৌরভ মিয়া (২৫), বেরি মুসলিমপুর গ্রামের কাজল মিয়া (৩৫), লাল মিয়া (৪০), মো. বিল্লাল মিয়া (৪০), সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের মিঠুন দাস (৩৫)।
তাদের মধ্যে বিল্লাল মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং জাকির মিয়া ওই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
এ সময় তাদের কাছ থেকে টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামা জব্দ করা হয় জানিয়ে ওসি বলেন, আটকরা সংঘবদ্ধ জুয়ারি।
ওসি খোকন সাহা আরও জানান, জুয়ার আসরের খবর পেয়ে শনিবার মধ্যরাতে বেরি মুসলিমপুর গ্রামে সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। তখন জুয়ার সরঞ্জাম ও ১১ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়।
থানায় মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।