Published : 09 Dec 2022, 08:36 PM
ঢাকায় গিয়ে ময়মনসিংহের বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪১ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উত্তরা হাজী ক্যাম্প এলাকার গফরগাঁও হাউজ থেকে তাদের গ্রেপ্তার করে দক্ষিণখান থানা পুলিশ।
পরে শুক্রবার দুপুর ২টার দিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক জসীম উদ্দিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, ময়মনসিংহ মহানগর যুবদল নেতা রাজিব খান পাঠান রনি, মাহাবুবুল আলম গৌতম, আশরাফুল ইসলাম, আরিফ মোড়ল, নুরী, তুহিন, সাজু রয়েছেন।
এ ছাড়া নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম রবিন গ্রেপ্তার হয়েছেন বলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরী জানান।
তিনি আরও জানান, নেতাকর্মীরা সবাই বিএনপির মহাসমাবেশে যোগদান করতে কয়েক দিন আগে ঢাকায় এসেছিলেন।