Published : 16 Jul 2023, 12:09 AM
গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত গার্মেন্ট শ্রমিক নেতা শহীদুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।
এ সময় শহিদুলের স্ত্রীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রুমানা আলী টুসি।
শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামে নিহত শ্রমিক নেতার বাড়িতে যান নেতৃবৃন্দ। তারা শহীদুলের কবর জিয়ারত ও মোনাজাত করেন।
এ সময় অর্থ ছাড়াও নেতারা শহীদুলের পরিবারকে খাদ্য ও বস্ত্র দেন।
শহীদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সিনিয়র সংগঠক এবং গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন।
২৫ জুন শ্রমিকদের বেতন-ভাতা আদায়ে দুই শ্রমিক নেতাকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে গিয়েছিলেন শহিদুল। কারখানা থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর তাদের ওপর হামলা হয়, তাতে প্রাণ যায় শহিদুলের।
সম্প্রতি বাংলাদেশ সফরের সময় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অন্যান্য বিষয়ের সঙ্গে শহীদ হত্যা নিয়েও সরকারের সঙ্গে কথা বলে।
শুক্রবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. ফারুক হোসেন শ্রমিক নেতা শহীদুলের পরিবারের সঙ্গে দেখা করে তিন লাখ টাকার চেক প্রদান করেন।
এর আগে ১১ জুলাই স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন শহীদুলের বাড়িতে এসে পরিবারকে আর্থিক সহায়তা করেছেন।
এরই ধারাবাহিকতায় আজ আওয়ামী লীগের একটি দলও সেখানে গেল।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান বলেন, “শহিদুলের পরিবারের পাশে আমরা আছি এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার তার পরিবার পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশে দিয়েছেন এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।”
এ সময় সেখানে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শামসুন্নাহার বেগম, রুমানা আলী টুসি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম প্রধান, সাবেক ছাত্রনেতা হীরা সরকার উপস্থিত ছিলেন।
পরিবার জানায়, শহীদুলের স্ত্রী কাজলি বেগম ক্যান্সারে আক্রান্ত। তাদের দুই সন্তান রয়েছে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম কষ্টের মধ্যে পড়ে গেছে।
আরও পড়ুন:
খুন হওয়া শ্রমিক নেতা শহীদুলের বাড়িতে বিজিএমইএ সভাপতি
শ্রমিক নেতা শহিদুল হত্যার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
শ্রমিক নেতা শহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত চাইল মার্কিন প্রতিনিধি দল