Published : 25 Sep 2022, 12:10 PM
গাজীপুর নগরে একটি হাঁস-মুরগির ওষুধের গুদামে আগুন লেগে রাসায়নিক ও মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তার্সারফ হোসেন জানান, রোববার ভোর সোয়া ৫টার দিকে ‘ইনুভা অ্যানিমেল হেল্থ’ নামের ওই গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, সকাল ৬টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে গুদামে থাকা রাসায়নিক ও মালামাল পুড়ে যায়।
মো. আবু তালেবের মালিকানাধীন গুদামটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বলা যাবে।”