Published : 03 Jan 2024, 01:53 PM
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু বুধবার বেলা ১১টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে মরে দাঁড়ানোর ঘোষণা দেন।
লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিটু এ সময় বলেন, “আমি একজন আওয়ামী লীগের কর্মী, নৌকার পক্ষের লোক। মাশরাফি এখানে নৌকা মার্কার মনোনীত প্রার্থী। তাকে সমর্থন জানিয়েই আমি ভোটের মাঠ থেকে সরে যাচ্ছি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাক প্রতীকের এই প্রার্থী জানান, তিনি পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে এবং মাশরাফির প্রতি সমর্থন জানিয়ে ভোট করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
সৈয়দ ফয়জুর আমির লিটু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ কয়েকটি জটিলতায় রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করে দেন।
আইনি লড়াই শেষে তিনি প্রার্থিতা ফিরে পেয়ে ট্রাক প্রতীক নিয়ে প্রচারে নেমেছিলেন।
নড়াইল-২ আসনের মোট সাতজন নির্বাচন করছেন। তারা হলেন- নৌকা প্রতীকের মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুর আমির লিটু (ট্রাক) ও লায়ন মো. নূর ইসলাম (ঈগল)।