Published : 31 Jul 2023, 08:14 PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জাল সনদে’ চাকরি নেওয়ার অভিযোগে এক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আব্দুর রশিদ।
তিনি বলেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অফিস সহায়ক মো. সুমন হোসেনের এসএসসির সনদ জাল প্রমাণিত হয়েছে। তদন্ত বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
এর আগে, সনদ জালের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের টেকনিক্যাল কর্মকর্তা মো. জাহিদ হাসানকে বরখাস্ত করা হয়; তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের স্থিতিবস্থা জারি হলে তার শাস্তি রহিত হয়ে যায় বলে তিনি জানান।
জনসংযোগ বিভাগের আব্দুর রশিদ আরও বলেন, হাইকোর্টের স্থিতিবস্থার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আপিল করলে, রায় স্থগিত করে পূর্বের আদেশ জারি করেন আপিল বিভাগ।
জাহিদ হাসানের বিরুদ্ধে শাস্তি প্রদানের আইনি বাধা উঠে গেলে, রিজেন্ট বোর্ডের সভায় তার বরখাস্তের শাস্তি বহাল রাখা হয় বলে তিনি জানান।
রিজেন্ট বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন।