Published : 28 Jul 2023, 05:28 PM
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক তরুণ মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন।
শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান সাংবাদিকদের বলেন, মৃত তরুণের নাম সোহেল (১৮)। তিনি মাগুরা সদর উপজেলার আমুরিয়া গ্রামের লাখো মোল্যার ছেলে। তিনি বুধবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মারা যান। এ নিয়ে জেলায় মোট তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৮ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৯ জন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি রয়েছেন।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস জানান, ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর পৌরসভা মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন দুটি ওয়ার্ড এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের পাশের ড্রেনে স্প্রে এবং ফগার মেশিন দিয়ে মশক নিধন অভিযান চলছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, ডেঙ্গু প্রতিরোধে ইউএনও ও জনপ্রতিনিধিদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, শহরের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।