Published : 23 Aug 2023, 08:18 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধব কর্মসূচির ২৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সদর ইউনিয়নের মেঘাই পুরাতন বাজারের শমসের হাজীর বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয় বলে কাজিপুর খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার জানান।
দণ্ড পাওয়া মমতা বেগম (৫০) ওই বাড়ির নজরুল ইসলামের স্ত্রী।
উপ-খাদ্য পরিদর্শক জেসমিন বলেন, অবৈধভাবে চাল মজুদের গোপন খবর পেয়ে ডিলার শমসের হাজীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চাল মজুদকারী মিলন মিয়া পালিয়ে যান। তবে তার মা মমতার কাছে পাওয়া চাবি দিয়ে ঘর খুলে ২৩ বস্তা সরকারি চাল পাওয়া যায়।
পরে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মমতাকে এক লাখ টাকা জরিমানা করেন বলে তিনি জানান।
এ ছাড়া বিচারক জব্দ করা চাল উপজেলার মেঘাই সরকারি খাদ্য গুদামে (এলএসডি) সংরক্ষণের আদেশ দিয়েছেন বলে জানান এ খাদ্য কর্মকর্তা।