Published : 11 Jan 2024, 10:24 PM
বরিশালের শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাতে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা জামাল খোকন বাদী হয়ে থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক।
মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্যসহ দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩৮ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদের ম্যাগাজিন বিষয়ক সম্পাদক আরিফুর রহমান অপু এবং সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আজিম।
মামলার বরাতে ওসি আরিচুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ ত্রাস সৃষ্টি করতে ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আইন মহাবিদ্যালয়ে প্রবেশ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন এবং পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনকে মারধরের ঘটনা ঘটে।
মামলার বরাতে ওসি আরিচুল আরও বলেন, “আসামিরা মহাবিদ্যালয় এলাকার বাসিন্দা হওয়ায় বিভিন্ন সময় উন্নয়নমূলক কাজে বাধা দেয়। তারা বিভিন্ন সময় কলেজ কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
“চাঁদা না দেওয়ায় বাদী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে হত্যার হুমকি দেয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৩০ থেকে ৪০ জন দেশি অস্ত্র নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে হামলা করে। এ সময় তারা অধ্যক্ষ ও সভাপতিকে মারধর করেন।
এক পর্যায়ে সভাপতির পোশাক ছিড়ে ফেলে তার সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া হামলাকারীরা দুই ছাত্রের মোবাইল ও টাকা ছিনতাই করে।”
আরও পড়ুন: