Published : 17 Jul 2023, 04:09 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘জাল ভোট’ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক ও দুই কিশোর।
সোমবার দুপুরে পারখী ইউনিয়নের ভণ্ডেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুইজন এবং বর্গা সরিষাআটা কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছে বলে ভণ্ডেশ্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাসির উদ্দিন জানান।
আটকৃতরা হলেন- বর্গা সরিষাআটা গ্রামের ইমন (২০) এবং অন্য দুইজন কিশোর।
প্রিজাইডিং অফিসার নাসির বলেন, মোটরসাইকেল প্রতীকের দুই কিশোর সমর্থক ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। এ সময় অন্য ভোটারদের ওই দুইজনের বয়স নিয়ে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেয়। বিষয়টি নির্বাহী হাকিমকে জানানো হয়েছে।
অন্যদিকে বর্গা সরিষাআটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ইমনকে আটক করে পুলিশ।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, “জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে থানায় আনা হয়েছে। বাকি দুজনের বিষয়টি আমার জানা নেই।”
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, “পারখী ইউনিয়নের বর্গা সরিষাআটা কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছে। তবে ভণ্ডেশ্বর কেন্দ্র থেকে দুইজন আটকের বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোঁজ নিচ্ছি।”
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চারটি ইউনিয়ন ও কালিহাতী উপজেলায় দুইটি ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ব্যালটের পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান নির্বাচন কর্মকর্তা।
আরও পড়ুন: