Published : 30 Dec 2023, 05:59 PM
বরিশাল নগরীতে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের সময় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার নগরীর বাজার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার পরিদর্শক আমানুল্লাহ আল বারী জানান।
গ্রেপ্তার হাফিজুর রহমান তারেক নগরীর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব।
পরিদর্শক আমানুল্লাহ আল বলেন, পুরোনো নাশকতার মামলায় হাফিজুর রহমান তারেককে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিফলেট বিতরণের জন্য মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরীর বাজার রোডে জড়ো হয়। এ সময় পুলিশ এসে তাদের লাঠিপেটা শুরু করে। তখন নেতা-কর্মীরা পালিয়ে যায়। এ সময় ওয়ার্ড বিএনপির নেতা তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টার দিকে বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে নগরীর বাংলা বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
জাহিদুর রহমান রিপন বলেন, এ সময় বাংলাবাজার থেকে পুলিশ লাইনস পর্যন্ত লিফলেট বিতরণ করেন তারা। সকাল সাড়ে ১০টায় জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের নেতৃত্বে নগরীর হাসপাতাল রোডের সোনালি সিনেমা হল এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
পৃথকভাবে নগরী বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলে জানান তিনি।