Published : 17 Feb 2023, 11:08 PM
দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান।
সাহাবুল ইসলাম বাবু (২৫) নামের এই যুবক হাকিমপুর পৌর এলাকার ধরন্দু গ্রামের আবুল হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আবু সায়েম মিয়া বলেন, “স্থানীয় সূত্রে জেনেছি, হিলি হাকিমপুর পৌর এলাকার ধরন্দু গ্রামের আবুল হোসেনের ছেলে সাহাবুল ইসলাম বাবু সীমান্ত পিলার ২৮৫/২৫ এর ভারতীয় অংশে ঢুকে পড়ায় ঘটনাটি ঘটেছে। যতদূর জেনেছি লাশ এখনও বিএসএফের কাছে রয়েছে।”