Published : 25 Jan 2024, 09:21 AM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ৮টার দিকে অ্যাকাডেমিক ভবন বি’এর গ্রাউন্ডে ব্যাডমিন্টন কোর্টে নৃবিজ্ঞান বিভাগ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান প্রক্টর অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী।
আহতরা হলেন, রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের অনুরাগ শাহা অর্পণ ও আরাফাত এবং নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শাফায়াত।
প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ব্যাডমিন্টন কোর্টে খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীরা মারামারিতে জড়ায়। ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে অভিযোগ পেলে উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রক্টর।
মারামারির বিষয়ে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের হোসাঈন আইয়ুব বলেন, “আমাদের বিভাগের ২০২১-২২ সেশনের কয়েকজন জুনিয়র ব্যাডমিন্টন কোর্ট প্রস্তুতের কাজ (রং করা) করছিল। কাজ শেষ করে তারা কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এর মধ্যেই নৃবিজ্ঞানের চার-পাঁচজন এসে সেখানে খেলা শুরু করেন।
'“রসায়ন বিভাগের জুনিয়ররা ফিরলে ‘প্রস্তুত করা কোর্টে খেলা নিয়ে কথা কাটাকাটি’ হয়। এক পর্যায়ে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শফিক, শাফায়েত, ফারহান চৌধুরী ও সানিসহ আরও কয়েকজন রসায়নের আরাফাত ও অর্পণকে মারধর করে।''
এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহান চৌধুরীর বুধবার রাত ১১টার দিকে বলেন, “রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের দুইজন শাফায়াতকে প্রথমে মারধর করেছে। আমি রসায়নের কাউকে মারধর করিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। গণ্ডগোল দেখে পরে চলে এসেছি।”
তবে ঘটনার কারণ কী জানতে- আহতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, ঘটনার সমাধানে প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের নিয়ে বসেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে বিধি অনু্যায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে জানতে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টাকে কল দিলেও তাদের সাড়া পাওয়া যায়নি।