Published : 06 Jul 2023, 04:14 PM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অরক্ষিত একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কার্তিক চন্দ্র রায়।
নিহত আল-আমিন (৩৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ঢাকায় একটি বাসায় তত্ত্বাবধায়ক (কেয়ার টেকার) ছিলেন।
আহতরা হলেন, গাড়ির মালিক সিদ্দিকুর রহমান (৫২), তার নাতনি সাদিয়া (১৬), মারিয়া (১৪), তানিয়া (১২) ও গাড়িচালক আব্দুস সাত্তার (৩৫)।
এসআই কার্তিক বলেন, হতাহতরা ঈদ উপলক্ষে ঢাকা থেকে কালীগঞ্জে বেড়াতে এসেছিলেন। বুধবার মধ্য রাতে কালো রঙের একটি (নোহা হাইস) প্রাইভেট কারে ঢাকায় ফিরছিলেন তারা।
“পথে রাত সাড়ে ১২টার দিকে একটি শাখা সড়কের অরক্ষিত রেলক্রসিংটি অতিক্রমকালে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কারটির ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে উল্টে যায়। ”
পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। তার লাশ নরসিংদী সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে গাড়ি চালক গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থার নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই কার্তিক।