Published : 16 Feb 2023, 11:02 PM
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে অবৈভাবে বালু তোলার দায়ে ছয়জনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেওয়া হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া জানান।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বাল্কহেড ও আনলোড মেশিন জব্দ করা হয়; অকেজো করা হয় এক হাজার মিটার ড্রেজার পাইপ।
সহকারী কমিশনার জানান, উপজেলার পদ্মা তীরের বিভিন্ন অঞ্চলে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া থেকে বাল্কহেড ও আনলোড মেশিনসহ নয়জনকে আটক করা হয়। এদের মধ্যে একজন অসুস্থ ও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বাকি ছয়জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: পটুয়াখালী জেলার বদরপুর এলাকার মো. ফেরদৌস (২৫), ঢেউখালী এলাকার মো. নুর আলম (৪৫), মো. লালু (৫০), ফিরোজ মৃধা (২৮), ঢাকার দোহারের বাহ্রা এলাকার মো. মুন্নাফ (৪৫) এবং মো. খোকন (২৪)।