এশিয়ান কাপ বাছাই
Published : 07 Jun 2025, 09:16 PM
সকালে ঈদের নামাজ আদায়, এরপর পরিবার-পরিজনদের সাথে কিছুটা সময় কাটানোর পর বিকালেই দল ছুটল জাতীয় স্টেডিয়ামে। সেখানে ক্লোজ-ডোরে অনুশীলন সারলেন হামজা-জামালরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুয়ারে বলে ঈদের দিনটিও কাজে লাগালেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর (১৬১তম) ও বাংলাদেশ (১৮৩তম) কাছাকাছি থাকলেও প্রতিপক্ষকে শক্তিশালী ধরে নিয়ে আটঁঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন কাবরেরা।
কেননা, এই ম্যাচের জয় বাংলাদেশকে তুলে দিতে পারে বাছাইয়ের গ্রুপ টেবিলের শীর্ষে। ‘সি’ গ্রুপে ভারত, বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুর-এই চার দলের পয়েন্ট সমান, ১ করে। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করা বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুর ম্যাচটিকে তাই নিয়েছে বাড়তি গুরুত্ব দিয়ে। এ কারণে ঈদের দিনেও ঘাম ঝরাতে হয়েছে শোমিত-রাকিবদের।
ঈদের দিন সকালে খেলোয়াড়, কর্মকর্তা, টিম অফিসিয়ালরা নামাজ পড়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ফাহাদ করিমসহ আরও অনেকে এসে খেলোয়াড়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর বিকাল ৬টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেরেছে দল। সেখানে নিবিড় অনুশীলনের প্রয়োজনে ‘ক্লোজ-ডোর’ অনুশীলন করেছেন কাবরেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে একজন টিম অফিসিয়াল জানিয়েছেন, শনিবারের অনুশীলনে টেকিটিক্যাল দিকগুলো নিয়ে কাজ করেছেন কাবরেরা। সিঙ্গাপুরের দুর্বল জায়গা খুঁজে বের করে আক্রমণ শাণানো, বিল্ড-আপ প্লে, প্রতিপক্ষের সেট-পিসগুলো আটকে নিজেরা সেট-পিসে ভালো করার কৌশল নিয়ে ট্রেনিং সেরেছেন কোচ।