ইংলিশ ফুটবল
Published : 27 Dec 2024, 05:49 PM
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিদিনকার সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন হুবেন আমুরি।
প্রিমিয়ার লিগে স্বস্তিতে নেই আমুরির দল। নিজেদের সবশেষ ম্যাচে বৃহস্পতিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-০ গোলে হেরেছে প্রতিযোগিতার সফলতম দলটি।
সবশেষ পাঁচ ম্যাচে চতুর্থ পরাজয়ের পর দলটি আছে চতুর্দশ নম্বরে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২২। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে তারা।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আমুরি বললেন, ইউনাইটেডকে কক্ষপথে ফেরাতে ঠিক কত সময় লাগবে এখনও বুঝতে পারছেন না তিনি।
“ক্লাবে অনেক কিছু নিয়েই আমাদের কাজ করতে হবে, সেটা মাঠে এবং মাঠের বাইরেও, প্রতিটি ম্যাচে। আমরা অনুশীলন ও ম্যাচের প্রতিটি মিনিট উন্নতির জন্য কাজে লাগাব।”
“প্রতিটি দিন আমার এই কাজের চেষ্টা করতে হবে। ভিডিও দেখতে হবে, অনুশীলনের প্রতিটি মিনিট কাজে লাগিয়ে কিছু পয়েন্ট অর্জনের চেষ্টা করতে হবে।”
এক মাস হয়ে গেল ওল্ড ট্র্যাফোর্ডে কোচ হয়ে এসেছেন আমুরি। এই সময়ে খেলোয়াড়দের কেমন দেখলেন তিনি?
“পরিবর্তনের জন্য ওদের সময় প্রয়োজন। কারণ, ওরা (খেলার ধরন) সম্পূর্ণ পরিবর্তন করছে। যেভাবে ওদের খেলতে হচ্ছে, সেটা ওদের জন্য বেশ কঠিন। ওদের কাছে সব তথ্য পাঠানো স্টাফদের জন্যও কঠিন।”
“আর এরপর ফল পক্ষে না আসায় তখন কাজটা আরও কঠিন হয়। আমাদের বিশ্বাস রাখতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। এটা কঠিন সময় এবং আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।”
আগামী সোমবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ইউনাইটেড। ৫ জানুয়ারি তারা খেলবে লিভারপুলের মাঠে।