Published : 15 Jun 2025, 04:30 PM
একটা জায়গায় অন্য ক্লাবগুলোর চেয়ে পিছিয়ে রেয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে খেলতে হচ্ছে নতুন কোচ নিয়ে। সব গুছিয়ে নিতে বেশি সময় পাচ্ছেন না শাবি আলোন্সো। কার্লো আনচেলত্তির জায়গায় রেয়ালের ডাগ আউটে দাঁড়ানো স্প্যানিশ কোচ তাই সব দ্রুত করার জন্য তাগিদ দিলেন।
আগামী বুধবার নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে অভিযান শুরু করবে রেয়াল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইউরোপের সফলতম দলটি মুখোমুখি হবে আল হিলালের। এই ম্যাচ দিয়েই প্রথমবার রেয়ালের ডাগ আউটে দাঁড়াবেন আলোন্সো।
ইউরোপ ও স্পেনের সব প্রতিযোগিতায় এই মৌসুমে শূন্য হাতে ফিরেছে রেয়াল। প্রলম্বিত মৌসুমে শেষ প্রতিযোগিতায় শিরোপা জিতে শেষটা ভালো করতে চায় তারা। কিন্তু এক্ষেত্রে প্রতিপক্ষের মতো সময়ের ঘাটতিও বড় বাধা আলোন্সোর জন্য। মায়ামিতে পৌঁছে ডিএজেডএনের সঙ্গে আলাপ চারিতায় স্প্যানিশ এই কোচ টুর্নামেন্টে নিজের প্রত্যাশা নিয়ে বললেন।
“আমরা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আশা করি ভালো একটা টুর্নামেন্ট কাটাতে পারব এবং শেষ পর্যন্ত যেতে পারব।”
“আমাদের সব কিছু দ্রুত করতে হবে, কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া ও অনুশীলনের জন্য আমাদের হাতে সময় কম। আমাদের একটা দল গড়ে তোলার কাজ শুরু করতে হবে, কারণ প্রথম ম্যাচের আগে আমরা তিনটা অনুশীলন সেশন পাব।”
রেয়াল মাদ্রিদ টিভির সঙ্গেও কথা বলেন স্পেনের বিশ্বকাপ জয়ী এই সাবেক মিডফিল্ডার।
“আমরা নতুন একটি যুগে সূচনা করছি এবং আমাদের বেছে নিতে হবে কোনটা গুরুত্বপূর্ণ: আমরা কী হতে চাই, আমরা কীভাবে খেলতে চাই, আমরা ব্যাপারটা কীভাবে দেখছি। আমরা শুরু থেকেই এটা করতে চাই, আল হিলালের বিপক্ষে ম্যাচ থেকে।”
“প্রথমত আমাদের নিজেদের চিনতে হবে। ওরা খুবই ইতিবাচক। ধীরে ধীরে ওদের সবাইকে জানছি। খুব প্রয়োজনীয় যে দলবদল সেটা হচ্ছে, ধীরে ধীরে আরও অনেক খেলোয়াড় আসবে।”