বিশ্বকাপ বাছাই
Published : 15 Nov 2024, 03:41 PM
প্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে সমালোচনার জায়গা আছে অনেক। কিন্তু লিওনেল স্কালোনি সেই পথে হাঁটতেই চান না। আর্জেন্টিনা কোচের মতে, এখন ফুটবলারদের পাশে থাকার এবং তাদের আত্মবিশ্বাস যোগানোর সময়।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দেখা যায় অচেনা এক আর্জেন্টিনা দলকে। বল দখলে রাখা, আক্রমণ করা কিংবা রক্ষণ সামলানো; সব বিভাগেই ভুগতে দেখা গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। বিবর্ণ ফুটবলের মাশুলও দিয়েছে তারা।
লাউতারো মার্তিনেসের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পরও ২-১ গোলে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। প্যারাগুয়ের হয়ে গোল দুটি করেন আন্তোনিও সানাব্রিয়া ও ওমার আলদেরেতে।
মাঠের লড়াই শুরুর আগেই ম্যাচটি ঘিরে আরেক যুদ্ধ শুরু করে দেয় প্যারাগুয়ে। স্থানীয় দর্শকদের কাউকে আর্জেন্টিনার জার্সি গায়ে গ্যালারিতে ঢুকতে দেওয়া হবে না বলে আগের দিন সতর্ক করে দেয় প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। যার প্রতিফলনও দেখা যায় স্টেডিয়ামে।
গ্যালারি জুড়ে শুধুই ছিল প্যারাগুয়ের লাল-সাদা স্ট্রাইপের জার্সি। আর্জেন্টিনার জার্সি কিছু ছিল বটে, তবে একবারেই নগন্য। মাঠেও তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।
এমন হারের পর স্বাভাবিকভাবেই হতাশা ঘিরে ধরার কথা আর্জেন্টিনা দলকে। তবে খেলোয়াড়দের দিকে আঙুল তোলেননি স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবসময়ের মতো সর্বোচ্চ চেষ্টাই করেছে তার দল।
“আমি এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি, আমি তাদের সমর্থন করতে এসেছি। আমরা জানতাম, এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। সামনে এগিয়ে যেতে এবং দলের অনেক নতুন খেলোয়াড়কে আত্মবিশ্বাস যোগাতে হবে।”
“প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম আক্রমণ সবকিছু কঠিন করে তুলেছিল। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে, যারা খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। আশা করি, (দ্রুতই) সঠিক পথে ফিরতে পারব। দলের সবাই সবসময় চেষ্টা করে, ম্যাচে নিজেদের সেরাটা দেয়। খেলোয়াড়রা একটুও ছাড় দেয় না। কীভাবে আরও ভালো করতে পারি, সেটা নিয়ে পরে বিশ্লেষণ করব।”
আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিপক্ষে, বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে। এই লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করার দিকেই এখন মনোযোগ দিতে চান স্কালোনি।
“পেরু সম্পূর্ণ ভিন্ন ধাঁচের প্রতিপক্ষ…আমরা ভালোভাবে প্রস্তুতি নিব এবং আশা করছি সমর্থকদের ভালো সময় উপহার দিতে পারব। আমরা যা করছি, তাতে আমরা আত্মবিশ্বাসী।”
প্যারাগুয়ে ম্যাচ হারলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখনও শীর্ষে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে কলম্বিয়া; উরুগুয়ের বিপক্ষে জিতলে পয়েন্টের হিসাবে আর্জেন্টিনার পাশে বসবে তারা।