লা লিগা
Published : 26 May 2025, 03:04 AM
তিন মিনিটের মধ্যে দুই গোল করার পথে বার্সেলোনার জার্সিতে দারুণ এক মাইলফলক ছুঁলেন রবের্ত লেভানদোভস্কি। ম্যাচের ও আসরের শেষ শটে জালের দেখা পেলেন দানি ওলমো। আথলেতিক বিলবাওকে অনায়াসে হারিয়ে দুর্দান্ত একটি মৌসুম কাতালান দলটি শেষ করল জয়ে রাঙিয়ে।
এবারের লা লিগার শেষ ম্যাচে রোববার বিলবাওয়ের সান মামেসে ৩-০ গোলে জিতেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা।
জার্মান কোচ হান্সি ফ্লিকের হাত ধরে এই মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতে তারা।
ম্যাচের চতুর্দশ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেওয়ার পর সপ্তদশ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি।
প্রথম গোলটি বার্সেলোনার জার্সিতে তার শততম। দলটির হয়ে ১৪৭ ম্যাচে পোলিশ তারকার মোট গোল হলো ১০১টি।
তার প্রথম গোলটি এবারের লা লিগায় বার্সেলোনার শততম। ২৭ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দুইয়ে থেকে আসর শেষ করলেন পোলিশ তারকা। তার চেয়ে চারটি বেশি করে চূড়ায় রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।
হ্যাটট্রিকও হতে পারত ৩৬ বছর বয়সী স্ট্রাইকারের, কিন্তু দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট করেন তিনি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান বাড়ান ওলমো। বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা।
৩৮ ম্যাচে ১০২ গোল, ২৮ জয় ও চার ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে আসর শেষ হলো দুই রাউন্ড বাকি থাকতে শিরোপা জয়ী বার্সেলোনার। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ গতবারের জয়ী রেয়াল মাদ্রিদ।
লা লিগা থেকে এই দুই দলের সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে আগেই জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ, আথলেতিক বিলবাও ও ভিয়ারেয়াল। ১১ বছরের মধ্যে প্রথমবার ইউরোপ সেরার মঞ্চে জায়গা পেয়েছে বিলবাও।
ছয়ে থাকা রেয়াল বেতিস ও সাত নম্বরের সেল্তা ভিগো খেলবে ইউরোপা লিগে।
অবনমন হয়েছে লেগানেস, লাস পালমাস ও রেয়াল ভাইয়াদলিদের।