স্প্যানিশ ফুটবল
Published : 13 Jun 2025, 07:59 PM
সপ্তাহখানেক আগেও সবকিছু ছিল অনিশ্চয়তায় ঘেরা। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর রেয়াল মাদ্রিদে আসা মনে হচ্ছিল অসম্ভব। কিন্তু অনিশ্চয়তা দূর হতে সময় লাগল না। ১৭ বছর বয়সী এই তরুণকে দলে টানল স্পেনের সফলতম ক্লাবটি।
ছয় মৌসুমের জন্য রিভার প্লেট থেকে মাস্তানতুয়োনোকে দলে টেনেছে রেয়াল। ২০৩১ সাল পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির সাথে থাকবেন তিনি। চুক্তির আর্থিক অঙ্ক সাড়ে ৪ কোটি ইউরো এবং এই অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।
রিভার প্লেটের এই তরুণ মেধা দিয়েই নজর কেড়েছিলেন ক্লাবগুলোর। গত মৌসুমে আর্জেন্টাইন ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। রাইট উইংয়ে খেলিয়ে রিভার প্লেট কোচ মার্সেলো গালার্দো তার সেরাটা নিংড়ে বের করে এসেছিলেন।
বয়স অল্প হলেও ম্যাচ পড়তে পারার সামর্থ্য মাস্তানতুয়োনোর দারুণ। বল পায়ে রাখতেও তিনি পারদর্শী। এ কারণে উইংয়ের পাশাপাশি মাঝমাঠেও খেলতে পারেন সাচ্ছ্বন্দ্যে।
গত গ্রীষ্মেই মাস্তানতুয়োনোকে দলে ভেড়াতে চেয়েছিল রেয়াল। রিভার প্লেটের সাথে তাদের আলোচনাও এগিয়েছিল। মাস্তানতুয়োনোর এজেন্ট রেয়ালের প্রতিনিধিদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, রিভার প্লেটের সাথে চুক্তি নবায়ন করবেন না মাস্তানতুয়োনো, কিন্তু রেয়ালের আগ্রহ দেখে আর্জেন্টাইন ক্লাবটি আরও ভালো চুক্তির করার সুযোগ নিতে রিলিজ ক্লজ বাড়িয়ে দিয়েছিল। এ কারণে গত গ্রীষ্মে তার রেয়ালে যোগ দেওয়া হয়নি।
চুক্তির বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়ে গেলেও এখনই রেয়াল যোগ দিচ্ছেন না মাস্তানতুয়োনো। রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে আগামী অগাস্টে, বয়স যখন হবে ১৮ তখন নতুন ঠিকানায় যোগ দেবেন তিনি।
এরই মধ্যে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে মাস্তানতুয়োনোর। চলতি মাসেই চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে মাঠে নেমেছিলেন থিয়াগো আলমাদার বদলি হিসেবে।