ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 02 Apr 2025, 03:04 AM
শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণে দাপট দেখাল আর্সেনাল। দুই অর্ধেই মিলল জালের দেখা। বদলি নামার একটু পরই গোল করে প্রায় সাড়ে তিন মাস পর মাঠে ফেরার উপলক্ষ রাঙালেন বুকায়ো সাকা। ফুলহ্যামকে হারিয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে আর্সেনাল। মিকেল মেরিনো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সাকা। যোগ করা সময়ে পরাজয়ের ব্যবধান কমান রদ্রিগো মুনিজ।
আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
১৯৯১-৯২ মৌসুমের পর প্রথমবার প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বিপক্ষে এক আসরে দুবারের দেখাতেই জিতল নটিংহ্যাম। গত ডিসেম্বরে প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ গোলে জিতেছিল তারা।
৩০ ম্যাচে ১৭ জয় ও ১০ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম। ৩৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।
২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।
ঘরের মাঠে ষোড়শ মিনিটে একটি ধাক্কা খায় আর্সেনাল। চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের এক সপ্তাহ আগে আর্সেনালের জন্য দুর্ভাবনার বিষয় এটি।
৩৭তম মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় আর্সেনাল। বক্সে স্প্যানিশ মিডফিল্ডার মেরিনোর শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পোস্টে লেগে জালে জড়ায়।
ইথান নোয়ানেরির বদলি হিসেবে ৬৬তম মিনিটে দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে ১০১ দিন পর মাঠে ফেরেন বুকায়ো সাকা। ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাঁ দিক থেকে মেরিনোর ক্রসে শূন্যে ফ্লিক করেন গাব্রিয়েল মার্তিনেল্লি আর দূরের পোস্টে হেডে বল জালে পাঠান অরক্ষিত ইংলিশ উইঙ্গার।
গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে আর্সেনালের জার্সিতে ২৪ ম্যাচ খেলে ৯ গোল করার পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেছিলেন সাকা। এবার ফিরেই পেলেন জালের দেখা।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফুলহ্যামের হয়ে ব্যবধান কমান মুনিজ, তবে নাটকীয় কিছু করে দেখাতে পারেনি তারা।
পুরো ম্যাচে গোলের জন্য ১৭টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল, ফুলহ্যামের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।
৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ফুলহ্যাম।
নটিংহ্যামের বিপক্ষে আক্রমণে আধিপত্য করে ইউনাইটেড। গোলের জন্য ২৪টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে তারা। নটিংহ্যামের আট শটের দুটি লক্ষ্যে ছিল।
পঞ্চম মিনিটেই ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইউনাইটেডের সাবেক ফুটবলার অ্যান্থনি এলাঙ্গা।
প্রতিপক্ষের কর্নার ক্লিয়ারের পর আক্রমণে ওঠে তারা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে গতিতে একজনকে ছিটকে ফেলে বক্সে ঢুকে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে জাল খুঁজে নেন সুইডিশ ফরোয়ার্ড এলাঙ্গা।