স্প্যানিশ ফুটবল
Published : 26 May 2025, 05:57 PM
বুন্ডেসলিগায় ইতিহাস গড়ে আসা শাবি আলোন্সোকে লা লিগায় স্বাগত জানালেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। কাতালান ক্লাবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের নতুন কোচের জন্য শুভকামনা জানালেন তিনি।
কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে আলোন্সোকে দেখে অবাক হননি ফ্লিক।
শিরোপা লড়াইয়ে টানা ব্যর্থতায় কেউ কেউ খোঁচা মেরে লেভারকুজেনকে ডাকতেন ‘নেভারকুজেন’ হিসেবে। সেই দলই গত মৌসুমে প্রথম দল হিসেবে অপরাজিত থেকে জয় করে বুন্ডেসলিগা শিরোপা। সঙ্গে ঘরে তোলে জার্মান কাপ।
চলতি মৌসুমে কোনো শিরোপাই ধরে রাখতে পারেনি লেভারকুজেন। তবে, বুন্ডেসলিগায় রানার্সআপ হওয়া দলটি এই টুর্নামেন্টে গড়েছে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
আলোন্সোর জন্য নিশ্চিতভাবেই এবার চ্যালেঞ্জ আরও বড়। ইউরোপের সফলতম দল ছেড়ে আনচেলত্তি এরই মধ্যে পৌঁছেছেন ব্রাজিলে। বিশ্বকাপ বাছাইয়ের দল গঠনের কাজ শুরু করেছেন তিনি। রেয়ালের সফলতম কোচের শূন্যতা পূরণ করা সহজ নয় কারোর জন্যই।
আলোন্সো কেমন করবেন তার একটা আভাস পাওয়া যাবে আসন্ন ক্লাব বিশ্বকাপে। এই টুর্নামেন্টে নেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। আপাতত বাইরে থেকেই আলোন্সোর কাজ দেখবেন ফ্লিক। তবে কিছুটা ধারণা ইতোমধ্যেই হয়েছে তার।
“(রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে তাকে দেখা) কোনো চমক নয়। আমি তাকে চিনি। তার সঙ্গে আমি কথা বলেছি। তার দর্শন আমি জানি এবং জার্মানিতে তার সাফল্য আমরা দেখেছি।”
“বায়ার লেভারকুজেনে তার মান ছিল খুব ভালো। সে অনেক খেলোয়াড়ের উন্নতি করেছিল। তাকে এখানে দেখে ভালো লাগছে।”
ডাগআউটে এখনও অবশ্য আলোন্সোর মুখোমুখি হননি ফ্লিক। তিনি বায়ার্ন মিউনিখ ছাড়ার পর লেভারকুজেনের কোচ হন আলোন্সো।